ইবিতে ছাত্রলীগ দু‍‍`গ্রুপে সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৪:০৮ পিএম
ইবিতে ছাত্রলীগ দু‍‍`গ্রুপে সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সঙ্গে বিদ্রোহী গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ গুরুতর আহত পাঁচজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিকেল ৩টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসের বাইরে থাকেন। ক্যাম্পাসে অবস্থান করে আসছিল বিদ্রোহী গ্রুপ।

মঙ্গলবার সভাপতি ও সাধারণ সম্পাদক তার অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে আসছেন খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় বিদ্রোহী গ্রুপ। পরে ক্যাম্পাসের মূল ফটকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর